বাঁশখালীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নের পশ্চিম সরলে আবারও শমসু গ্রুপ ও গিয়াস উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে জড়িয়ে পড়া এ সংঘর্ষে আহত ৮ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

আহতরা হলেন, সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের শমসু গ্রুপের মোহাম্মদ মানিক (৩৫), মানিক (২৬), গিয়াস উদ্দিন গ্রুপের মো. আরিফ (৩৭), রাজীব উদ্দিন (১৭), মো. ফেরদৌস (৩২), মো. ফাহিম (১৯), মঈন উদ্দিন (১৪), শাহাব উদ্দিন (৪০)

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সরলের বিবাদমান গ্রুপের মধ্যে বুধবার সন্ধ্যায় হওয়া ঘটনাটি খুবই নগণ্য ঘটনা। এখানে তেমন কেউ হতাহত হয়নি। হাসপাতালে ৮ জনের চিকিৎসা গ্রহণ ও চমেকে প্রেরণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা ডাক্তারের ব্যাপার।

উল্লেখ্য, এর আগে ৬ অক্টোবর সংঘর্ষের ঘটনায় ১৫ জন, ১১ সেপ্টেম্বর ৫ জন, ২২ এপ্রিল প্রায় ৫০ জন এবং ২৪ সালের ৯ ডিসেম্বর ২০ জন আহত ও গুলিবিদ্ধ হয়।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধ৮ দফা দাবিতে বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক