বাঁশখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:২৯ অপরাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজীরিতলা এলাকায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আবু বকর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সরল ইউনিয়নের মিনজীরিতলা খালাইস্যার দোকানের উত্তর পাশে রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আবু বকর সরল ইউনিয়নের মিনজীরিতলা ষাটঘর পাড়া এলাকার ছাবের আহমদের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান নিহতের ভাই আবু তাহের।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ আবু বক্কর তার চাচাতো ভাইয়ের শ্যালকের বউ আনতে সিএনজিচালিত অটোরিকশা যোগে যাওয়ার পথে খালাইস্যার দোকানের উত্তর পাশে রাস্তার মোড় এলাকায় পৌছালে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মোহাম্মদ আবু বকর অটোরিকশা চাপা পড়ে যান।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি বাঁশখালীর জলদি আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে এনে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়।
নিহতের ভাই আবু তাহের বলেন, “বড় ভাইয়ের অবস্থা আশংকাজনক হলে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান।”
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “দুর্ঘটনার ব্যাপারে কেউ আমাদের অবহিত করেনি।” তারপরও খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় পৃথক অভিযানে ১ হাজার ৭শ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধট্রেনের অগ্রিম টিকেট অনলাইনে কাল থেকে