দীর্ঘদিন পর বাঁশখালী উপজেলা, পৌরসভা ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে গতকাল শনিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পদ প্রত্যাশীরা নিজেদের সিভি জমা দেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী খোকা, শ্যামল কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, পৌর মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, মো. কফিল উদ্দিন, কায়েশ সরওয়ার সুমনসহ পদ প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি কায়েশ সরওয়ার সুমনকে সভাপতি এবং ফয়সল জামিল চৌধুরী ছাকিকে সাধারণ সম্পাদক করে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। বর্তমান জেলা ছাত্রলীগ দায়িত্বে আসার পর সেই কমিটি ২০১৮ সালের ২৩ মে বিলুপ্ত ঘোষণা করে। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দক্ষিণ জেলা ছাত্রলীগ বাঁশখালী উপজেলা, পৌরসভা এবং সরকারি আলাওল কলেজ শাখা ইউনিটে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) সংগ্রহের পদক্ষেপ গ্রহণ এবং মতবিনিময় সভার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় এ মতবিনিময় বলে জানান নেতৃবৃন্দ।