বাঁশখালীতে ডাম্পার চাপায় আবু তাহের (৩৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পুইছড়ির নাপোড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের নাপোড়া মীরাপাড়া এলাকার মৃত শামসুল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি ডাম্পার (মিনি ট্রাক) রিকশাসহ চালককে চাপা দেয়। এ সময় আশেপাশের লোকজন চালককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ বলেন, ঘাতক মিনি ট্রাকটি আটক করা হয়েছে।