বাঁশখালীতে জেএসইউএসের ৩ দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

বাশঁখালীতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে নাগরিক সিভিক এনজেইজমেন্ট ফান্ডের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় পারায়ন প্রকল্পের সিবিওদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ গত ১৪ আগস্ট সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমটিতে নারীর প্রতি বৈষম্য, নারী নেতৃত্বে বাধা, নারীর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন বিষয়ক নানা টপিক নিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে আলোকপাত করা হয়। সংস্থার পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী। ২৫ জন কমিউনিটি বেইজ অর্গানাইজেশন(সিবিও) প্রতিনিধির অংশগ্রহণমূলক স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণটি আয়োজন হয়। যা বাশঁখালীর উপজেলার স্থানীয় পর্যায়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছোট ছোট গড়ে উঠা সিবিও সদস্যদের মধ্যে এবং সিবিওদের মাধ্যমে সমাজে অনেকখানি ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হবে। প্রশিক্ষণে ২৫জন প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে দলীয় আলোচনা, মুক্ত আলোচনা, সিবিও দায়িত্ব বন্টন এবং একসাথে কাজ করার দৃঢ় মনোবল প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রসার এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের গুগল সিডনি পরিদর্শন