বাঁশখালীর সরল ইউনিয়নে ৩টি জুয়ার আসরে হানা দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে সরল বাজার ও নয়াপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে গতকাল সরল বাজারে একটি ও নয়াপাড়ায় দুইটি জুয়ার আসর গুড়িয়ে দেওয়া হয়। এই সময় মোবাইল কোর্টের উপস্থিতি খবর পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। নয়াপাড়ায় জুয়ার আসর পরিচালনাকারী দুই চা দোকানদার উত্তর সরলের মোহাম্মদ আলী আহমদের পুত্র মহিবুল্লাহ (২০) ও নুর আহমদের পুত্র মো. রফিককে (৩৫) জুয়ার সরঞ্জামসহ আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় সন্দেহভাজন আটক একজনকে বয়স বিবেচনায় ১ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে তার মায়ের জিম্মায় দেওয়া হয়।
অপর অপরাধ নির্মুলে বাঁশখালীতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান।











