বাঁশখালীতে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁশখালী থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারে অভিযানের অংশ হিসাবে কারীপুরের আজিজ আমদের পুত্র মাওলানা নাছির (৪০), শীলকুপের টুনু মিয়ার পুত্র মো. মোক্তার আহমদ (৪৪), পৌরসভার উত্তর জলদী এলাকার ফজলুল করিমের পুত্র ছিদ্দিক আহম্মদ (৪৮), পৌরসভার মালদার পাড়া এলাকার টুনু মিয়ার দেলোয়ার হোসেন ও শেখেরখীলের এয়াকুব আলীর পুত্র কবির হোসাইন ফারুকীকে (৪২) গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোর্পদ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার মাওলানা নাছিরকে পটিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।