বাঁশখালীতে জাকের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ১২:২৭ পূর্বাহ্ণ

বাঁশখালী থানার অন্তর্গত খানখানাবাদ ইউনিয়নে আলহাজ্ব জাকের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে মনোয়ারা বেগম সড়কের কালভার্ট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩ টায় খানখানাবাদ ইউনিয়নস্থ কদম রসুল গ্রামের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নতুন রাস্তার ভাঙ্গন ঠেকাতে মনোয়ারা বেগম সড়কে আলহাজ্ব জাকের আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজবাহ উদ্দীন কায়সারের নিজস্ব অর্থায়নে এবং কো-চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহেদুল হাছান রিটন ও সচিব মুহাম্মদ রুহুল কাদেরের সার্বিক সহযোগিতায় জনস্বার্থে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন সওদাগর, অর্থ সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফাউন্ডেশনের সমন্বয়ক মোহাম্মদ এরশাদুল হক, প্রতিনিধি মিনার আহমেদ, প্রতিনিধি শওকত আলী শাবু, প্রবাসী মোঃ আজাইদুল ইসলাম, ফোরকান, ইফতেখার উদ্দিন রিয়াদ, প্রতিনিধি মোঃ আশরাফ, লিটন, হাসান, ছাত্রনেতা মোঃ কায়ছার, মোঃ রাফি চৌধুরীসহ ফাউন্ডেশনের বিভিন্ন পাড়ার প্রতিনিধি, শিক্ষার্থী এবং এলাকাবাসী।

হযরত মাওলানা আহছানুল্লাহ মুনিরী (রাঃ) হেফজখানার শিক্ষক হাফেজ আলী আকবর ফাউন্ডেশনের গৃহীত কালভার্ট নির্মাণ কার্যক্রমে সাফল্য লাভে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার লবণ চাষীর উপর মহেশখালীর বাবু বাহিনীর গুলিবর্ষণ, আটক ১
পরবর্তী নিবন্ধমেহেদীবাগে আইসসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার