বাঁশখালীতে ছাত্র পেটানো দায়ে শিক্ষক বরখাস্ত

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের অন্তর্গত ইলশা গ্রামের ইউনুছিয়া মদীনাতুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ছাত্র শিহাবুল ইসলাম তামিম নামের এক ছাত্রকে অনাকাঙ্কিত শারীরিক শাস্তি প্রদান ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

তদন্তে শারীরিক শাস্তি প্রদানের বিষয়টি সত্যতা পাওয়া গেলে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে রবিবার (২২ ডিসেম্বর) বিকালে অত্র প্রতিষ্ঠানের প্যাডে মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ নোমানের স্বাক্ষরিত এক স্পষ্ট বিবৃতি জানিয়েছেন।

এছাড়াও ঘটনাটির বিষয়ে প্রাতিষ্টানিক তদন্ত চলমান রয়েছে বলে জানান। গত ০৭ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনাকে পুঁজি করে এক শ্রেণীর লোক ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করে মাদ্রাসার সুনাম নষ্ট করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

যে অপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট। আশা করি এই বিবৃতির পর সকল ভুল বুঝাবুঝির অবসান হবে। অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের যে কোন সুপরামর্শের জন্য মাদ্রাসার পরিচালকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনাটির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমোরশেদ-আজাদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী