বাঁশখালীতে চোরাই ল্যাপটপ, মোবাইলসহ গ্রেপ্তার ২

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব ও স্মার্ট ঘড়ি উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় থানা পুলিশ এ তথ্য জানান। জানা যায়, উপজেলা ভূমি অফিসের সামনে এক ব্যাংক কর্মকর্তার বাসা চুরি হয়। এ ব্যাপারে বাঁশখালী থানায় মামলা হয়। এর প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে চোরাইকৃত ১টি ল্যাপটপ, ১টি স্মার্টফোন, ১টি ট্যাব, ১টি স্মার্ট ঘড়ি উদ্ধারসহ চকরিয়ার মধ্যম কোনাখালী এলাকার মৃত মো. আকতারের ছেলে আব্দুল মজিদ (২৪) ও মো. রাশেদকে (২০) গ্রেপ্তার করে। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, চুরির ঘটনার অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের চিহ্নিত করে চকরিয়া এলাকা থেকে চুরি হওয়া জিনিসসহ গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅমল মিত্র ও ওসমান গণি খান আমাদের অহংকার
পরবর্তী নিবন্ধনেদারল্যান্ড সফরে যাচ্ছেন রাউজান পৌর মেয়র