বাঁশখালীতে চোরাই মোটরসাইকেলসহ চক্রের সদস্য গ্রেফতার

আজাদী অনলাইন | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ির সরঞ্জামসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে চোরাই ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির সরঞ্জাম এবং যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার কালীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মোঃ আরিফ।

রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল হক জানান, গাড়ি চোর চক্রের সদস্যরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কালীপুর ইউপি ৩নং ওয়ার্ডস্থ পশ্চিম কোকদন্ডী আশকর আলীর গোয়াল ঘরে সংলগ্ন ঝুপড়ি ঘরের ভিতর ১০/১১ জন চোর চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ সন্ধ্যায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোফায়েল আহমেদ ও রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন বাগচির নির্দেশক্রমে আমরা ফোর্স নিয়ে উল্লিখিত স্থানে পৌঁছায়।

মূহুর্তে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে গেলেও মোঃ আরিফ নামের এক চোরকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে চোরাই ১টি মোটরসাইকেল, ৭টি সিএনজি অটোরিকশার পর্দা, ২ টি চাকা, ৭টি নাম্বার প্লেটের ফ্রেম, ১টি সিএনজি বাম্পার, সিএনজি অটোরিকশার সৌন্দর্য্যের বিভিন্ন সাইজের যন্ত্রাংশ, ১টি পানির পাম্প, ১টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। যার মূল্য সর্বমোট দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, চোরাই গাড়ি তারা নিজেরাই চালিয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা হতে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে আসেন। পরে চোরাই মোটরসাইকেলের রঙ-পার্টস পরিবর্তন করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করেন।

এ বিষয়ে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ সদস্য।

পূর্ববর্তী নিবন্ধ১৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃ’ত্যু