বাঁশখালীতে চোরাইকৃত মালামালসহ আহমদ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের আদর্শ গ্রামস্থ আসামির বাড়ি থেকে চোরাই মালমালসহ তাকে আটক করা হয়।
আটককৃত আহমদ হোসেন উপজেলার শীলকূপ ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নস্থ বাঁশখালী ইকোপার্কের রেস্ট হাউসের পিকনিক সেড থেকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা আসামি ১টি আইপিএস মেশিন, ১টি আইপিএস এর ব্যাটারি, ২টি বেডশিট, ২টি লাইট এবং ১টি পানির ট্যাংকি চুরি করে
নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) বিভাস কুমার সাহা, সঙ্গীয় ফোর্সসহ (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন ৯নং(ক) শীলকূপ ইউনিয়নের আদর্শ গ্রামস্থ আসামী আহমদ হোসেনের বসত ঘরের পিছন থেকে চোরাই যাওয়া ০১টি গাজী ৫০০লিটারের পানির ট্যাংকিসহ আহমদ হোসেনকে আটক করা হয়।
গ্রেফতাকৃত এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রজু শেষে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।