বাঁশখালীতে চেক প্রতারণা মামলায় শিক্ষক গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল শাহ আমানত দাখিল মাদরাসার শিক্ষক মো. ইদ্রিসকে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে চাম্বল বাজার থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, এক ব্যক্তির দায়ের করা চেক প্রতারণা মামলায় ২০২৪ সালে চার্জ গঠন করা হলেও দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় ইদ্রিসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি চাম্বল ইউনিয়নের ইদ্রিসকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিল পর্যায়ে সেবা বিষয়ে গণশুনানি
পরবর্তী নিবন্ধহিলভিউতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু