বাঁশখালীর চাম্বল ফুটবল একাডেমি আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাঁশখালী ফুটবল একাডেমি টাইব্রেকারে ৬-৫ গোলে নাপোড়া শেখেরখীল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন মিনহাজ উদ্দিন, সেরা গোলদাতা জয় বড়ুয়া, সেরা খেলোয়াড় মো. ইয়াছিন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বাঁশখালী ফুটবল একাডেমিকে ট্রফি ও ১ লক্ষ টাকা প্রাইজ মানি এবং রার্নাস আপ দল নাপোড়া শেখেরখীল একাদশকে ট্রফি ও ৭০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। গতকাল শুক্রবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন। চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক সিকদারের সভাপতিত্বে খেলায় অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, জিল্লুল করিম শরীফি, এডভোকেট তোফাইল বিন হোছাইন, মো. হামিদ উল্লাহ, এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, বাঁশখালী থানার এস আই নাজমুল হক রনি, দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী,অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রাম, মাওলানা আকতার হোছাইন, মাহমুদুল ইসলাম, মিহবাউল হক চৌধুরী বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাফর ইকবাল প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবদুল হান্নান মিরন, সহকারি ছিলেন হেলাল উদ্দিন টিপু, প্রনব দেবদাশ।