বাঁশখালীতে খামারিদের ভিটামিন ও কৃমিনাশক বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৫০ জন খামারিকে ২ কেজি ভিটামিন মিনারেল গ্রিমিক্স ও ৭টি করে কৃমিনাশক বিতরণ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার এগুলো বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানজির হোসেন, ডা. শুভ দাশ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম, অজিন চক্রবর্তী, সুমন কর্মকার প্রমুখ। খামারিদের মাঝে ভিটামিন মিনারেল গ্রিমিক্স ও কৃমিনাশক বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া বলেন, দেশে বর্তমানে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য প্রাণিসম্পদ দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া বর্তমানে গ্রামে-গঞ্জে সাধারণ জনগণ পশু পালনে আগ্রহী হওয়াতে খামার সৃষ্টি করে নানাভাবে লাভবান হচ্ছে। তিনি পুষ্টির চাহিদা নিশ্চিত করার জন্য প্রতিদিন এক গ্লাস দুধ ও একটি করে ডিম খাওয়ার আহ্বান জানান এবং খামারিদের ও সাধারণ গরু-ছাগল পালনকারীদের যেকোন সময়ে পাশে রয়েছে বলে অঙ্গীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে আমরা উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে চাই
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে চিকিৎসক সংকটে সেবা ব্যাহত