বাঁশখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১২:১০ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২২ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। এসময় উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা জয়দেব চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহমেদ জাকির, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কাইছার উদ্দিন, ডিকেআইবি এর সভাপতি উপ সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার দত্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোহছেন আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওচমান গনি চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঘরের সকল কাজে নারীর পাশাপাশি পুরুষদেরও হাত লাগাতে হবে
পরবর্তী নিবন্ধলিটল এঞ্জেলস গ্রামার স্কুলে ফুড ফেস্টিবল