বাঁশখালীতে কৃষকদের মাঝে সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। গতকাল সোমবার এ সকল সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪২৫ অর্থ বছরের রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক সবজির বীজ সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় বক্তারা বলেন, সরকার কর্তৃক প্রনোদনা বাবদ নগদ অর্থ, শীতকালীন শাক সবজির বীজ, সার দেওয়া হয়েছে তা আপনারা রোপন করবেন। যা দিয়ে আপনাদের সাংসারিক শাক সবজির চাহিদা পূরণ হবে, পাশাপাশি অর্থ উপার্জন হবে।

তিনি বলেন,শীতকালীন প্রনোদনা ও পুনর্বাসনের আওতায় এ সময় উপজেলার ৬শ জন কৃষক কে উফশী সবজি বীজ এবং ২ হাজার কৃষককে হাইব্রিড বীজ ও সার এবং নগদ অর্থসহায়তা প্রদান করা হবে ধারবাহিক ভাবে।

পূর্ববর্তী নিবন্ধলিও ফেলোশিপ ও গেট টুগেদার মিটিং
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া