বাঁশখালীতে কাঁকরোলের বাম্পার ফলন

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে উৎপাদিত বিষমুক্ত সবজির জনপ্রিয়তা ব্যাপক। চলতি মৌসুমে উপজেলার ৩ হাজার ১২০ হেক্টর জমিতে নানা ধরনের সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে করা হয়েছে কাঁকরোল চাষ। কাঁকরোলের বাম্পার ফলনে চাষিদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কাঁকরোলের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে করলা চাষ করা হয়েছে ১৩০ হেক্টর জমিতে, শসা ৩০০ হেক্টর, বরবটি ১২০ হেক্টর জমিতে, ঝিংগা ১৫০ হেক্টর, চিচিংগা ১২০ হেক্টর, চালকুমড়া ৫ হেক্টর, মিষ্টি কুমড়া ৩৫ হেক্টর, ডাটা ৫ হেক্টর, পুঁইশাক ২৫ হেক্টর, লালশাক ২০ হেক্টর, ঢেঁড়শ ১২০ হেক্টর, কচু ১০০ হেক্টর, বেগুন ১২০ হেক্টর, কলমীশাক ১০ হেক্টর, পাট শাক ৩০ হেক্টর, পেঁপে ১৩০ হেক্টর, কলা ১৫০ হেক্টর এবং ২৫০ হেক্টর জমিতে অন্যান্য সবজির আবাদ মিলে ৩ হাজার ১২০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন পাইকারি বাজারে প্রতিদিন সকাল থেকে ক্রেতারা এসে নানা ধরনের সবজি ক্রয় করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। অন্যান্য সবজির চেয়ে কাঁকরোলের ভালো দাম পাওয়া যাচ্ছে। শুরুতে ১০০/১৫০ টাকা ধরে প্রতি কেজি বিক্রি করা হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকা কেজি দরে। পাইকারী বাজারে এই দাম আরো কম বলে জানান বিক্রেতারা।

কয়েকজন সবজি চাষির সাথে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় চাষাবাদের ক্ষতি হবে শঙ্কায় ছিলেন তারা। তবে এখন সে শঙ্কা কাটিয়ে পুরোদমে মাঠে ব্যস্ত সময় পার করছে চাষিরা। এছাড়া বাজারে উৎপাদিত সবজির ভালো দাম থাকায় স্বস্তিতে রয়েছেন চাষিরা।

উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. ওছমান গনি চৌধুরী বলেন, চাষিদের নিয়মিত বিভিন্নভাবে পরামর্শ ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এতে চাষাবাদে আগের চেয়ে আরো বেশি মনোযোগী হয়েছেন চাষিরা। এছাড়া নিয়মিত মাঠ দিবস ও মাঠে নিয়ে চাষিদের হাতে কলমে শিক্ষা দেওয়াতে তাদের ফলন ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এ বছর বাঁশখালীতে ৩ হাজার ১২০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে তার মধ্যে ১৩০০ হেক্টর জমিতে কাঁকরোল চাষ হয়েছে।

জমির উর্বরতা, কৃষি সহায়তা ও কৃষিবিষয়ক পরামর্শ নিয়ে চাষিরা করলা চাষেও সফল হয়েছেন বলে জানান এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মেট্রোলজি দিবস আজ
পরবর্তী নিবন্ধকক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জুয়েল স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার