চট্টগ্রামের বাঁশখালীতে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয়। সরল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের একক ফাইনাল খেলায় অথৈই গোল্ড ফ্যাশন বাঁশখালী অগ্রদূতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় সভাপতিত্ব করেন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার, বাঁশখালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, কাউন্সিলর আবদুর রহমান, কাউন্সিলর আজগর হোসেন, স্থানীয় ইউপি মেম্বার রশিদ আহমদ, জামাল উদ্দীন, ব্যবসায়ী আনছুর আলী তালুকদার, আ.ন.ম ফরহাদুল আলম, ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমুখ। খেলা শেষে অতিথিরা ফাইনাল খেলায় বিজয়ী টিমকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।