বাঁশখালীতে এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকালে বাঁশখালী আদালত ভবন হতে বাঁশখালীর কাথরিয়া হালিয়াপাড়া সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি অশোক কুমার চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. লুৎফুল হায়দার রিয়াদ, অ্যাডভোকেট এইচ.এম. হেলাল উদ্দীন ও বাঁশখালী আদালতের জি.আর.ও মো. জাহাঙ্গীর আলম।
বাঁশখালী এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইস্কান্দরের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও অংশগ্রহণ করেন বাঁশখালী এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সহ–সভাপতি মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. ইমতিয়াজ, মো. শওকত আলী, মো. সাইফুল ইসলাম ও জুয়েল দে প্রমুখ।