বাঁশখালীর ১৪টি ইউনিয়নের আগামী ১৫ জুন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গতকাল বুধবার রাত ৮টার পর মাইক নিয়ে প্রচারণা, দেয়ালে পোস্টার লাগানো, ব্যানার ও আলোকসজ্জা তোরণ নির্মাণ করায় শীলকুপ ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে শীলকুপ ইউনিয়নের ২ জন ইউপি সদস্য প্রার্থীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং গন্ডামারা ইউনিয়নে ১ ইউপি সদস্য প্রার্থীকে ১০ হাজার জরিমানা করা হয়। এর আগে বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া ও সরল ইউনিয়নের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, আচরণ বিধি বহির্ভূত পোস্টার লাগানো, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়। সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এ অভিযান অভ্যাহত থাকবে।