বাঁশখালীতে আগুনে পুড়েছে পাঁচ বাড়ি

ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক টাকা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ৪:০৪ অপরাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া তেচ্ছি পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ৫টি বাড়ির সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হলেন মৃত গোলাম হোসেনের দুই পুত্র নাছির উদ্দিন ও নেজাম উদ্দিন, মৃত কবির আহমদের দুই পুত্র মো. মুজিব ও মো. আনোয়ার, মৃত আবদুল খালেদের পুত্র আবদুল মাবুদ, মৃত আলী মিয়ার দুই পুত্র মো. ছরোয়ার ও মো. মোক্তার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ আগুন নেভাতে এগিয়ে এলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকায় নেভাতে অনেক বেগ পেতে হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দল এলেও তখন সব মালামাল পুড়ে যায়।
পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, “অবৈধ বিদ্যুৎ সংযোগের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফলে ৫টি বাড়ির ৭ ভাইয়ের বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হলেও তা আরো বেশি হতে পারে।”
তিনি আরো বলেন, “এলাকায় দালালের মাধ্যমে দেওয়া বিপুল সংখ্যক বিদ্যুতের অবৈধ সংযোগ রয়েছে যা থেকে অগ্নিকাণ্ড সহ নানা ধরনের দুঘর্টনা সংঘটিত হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্য শুকর শিকারীর গুলিতে স্কুল ছাত্র নিহত
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দশটি মাস্ক কিনে বিতরণ অথবা কিছুদূর হেঁটে আসার অভিনব শাস্তি