বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাঁশখালীতে আওয়ামী লীগের সভায় বক্তব্য দেয়ার সুযোগ না দেওয়ায় সভা শেষে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জানা গেছে সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদুর রশীদ অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের কাছে জানতে চান কেন তাকে বক্তব্য রাখার সুযোগ দেয়া হল না। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় উপজেলা পরিষদ মাঠে কয়েকজন কর্মী সাদুর রশীদের উপর চড়াও হন। সিনিয়র নেতারা এসে পরিস্থিতি শান্ত করলেও রাতে কালীপুর ইউনিয়নের গুনাগরীতে সাদুর রশীদের সমর্থকেরা এ ঘটনার প্রতিবাদে মিছিল করেছে বলে জানা গেছে। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, কথা কাটাকাটির বিষয়টি সমাধা হয়ে গেছে, কালীপুরের মিছিলের ব্যাপারে তিনি অবগত নন।
উপজেলা আওয়ামীলীগের সদস্য মাস্টার শামসুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেঙে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. এরশাদুল রহমান চৌধুরী, উ্পজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী প্রমুখ।