বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার এক

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. ফারুক (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ অভিযানে তার বাড়ি থেকে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. ফারুক সরল ইউনিয়নের মধ্যম সরল ডেবাপারা এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র।

 

পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার সরল ইউনিয়নের মধ্যম সরল ডেবাপারা এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফারুককে আটক করা হয়। এ ব্যাপারে বাঁশখালী থানা অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, সরলে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ মো. ফারুককে গ্রেপ্তার করে। বাঁশখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে থানা পুলিশের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবানুর বাজার সুন্নিয়া মাদ্রাসায় পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গীতা প্রতিযোগিতা