বাঁশখালীর বাহারচড়া মধ্যম ইলশা ইউনিক ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ৪র্থ বারের মতো আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। বিকেলে আমিরিকান প্রবাসী নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপি নেতা দেলোয়ার আজিম, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, ব্যাংকার হামিদ উল্লাহ হামিদ, বিএনপি নেতা ছাবের আহমেদ, মোঃ রাশেদুল ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতলব কালু, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন সহ স্থানীয় গন্যমান্য শক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, ক্রীড়া দুই চির শত্রুকেও একই জায়গায় বসার সুযোগ করে দেয়। এতে পরস্পরের মধ্যে আর কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকেনা। তাই আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলতে এতো সুন্দর আয়োজনের জন্যে সবাইকে ধন্যবাদ তিনি। এসময় এঅলিম্পিক ফুটবল টুর্নামেন্ট আয়োজকদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণাও দেন শাহাজাহান চৌধুরী।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুই শক্তিশালী ফুটবল টিম বোয়ালখালী নিরিবিলি ফুটবল ক্লাবের বনাম পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে কোন ধরনের গোল করতে পারেনি । তবে দ্বিতীয়ার্ধের প্রথম ৫ মিনিটের মধ্যে বোয়ালখালী নিরিবিলি ফুটবল ক্লাব ১–০ গোলে এগিয়ে গেলেও মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাবের খেলোয়াড়রা পরপর ২টি গোল করতে সক্ষম হয়। এতে বোয়ালখালী নিরিবিলি ফুটবল ক্লাবকে ২–১ গোলে হারিয়ে জয় লাভ করে পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাব। প্রধান অতিথির কাছ থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন পতেঙ্গা জে বি স্পোর্টিং ফুটবল ক্লাবের খেলোয়াড় মোঃ নয়ন। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছে মোঃ ইমরান।