বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা-স্কেভেটর জব্দ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ৯:১৭ অপরাহ্ণ

বাঁশখালীতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও বালু উত্তোলন, সংরক্ষণ, পরিবহনের কারণে জরিমানা আদায় এবং ২টি ট্রাক ও ২টি
স্কেভেটর জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জঙ্গল কোকদণ্ডী এলাকায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক খানখানাবাদ ইউনিয়নের ইশ্বর বাবুরহাট এলাকার পূর্ব রায়ছটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার কারণে জঙ্গল কোকদণ্ডী এলাকার মো. ইসমাইল, মো. হারুন ও করিম নামের তিনজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন ও দু’টি ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করেন।

অন্যদিকে, সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণের কারণে খানখানাবাদের রায়ছটা এলাকার মো. আনিসুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ও একটি স্কেভেটর জব্দ করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, “বাঁশখালী উপজেলায় নাপোড়া ছড়া ব্যতীত কোনো বালু মহাল ইজারা লব্দ নয়। যার ফলে অনেক অসাধু অবৈধভাবে বালু উত্তোলন করে বালুছড়ার আশেপাশের এলাকায় ব্রিজ-কালভার্ট সহ রাস্তা ভেঙে ফেলছে। এতে সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছে ও তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যার ফলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, “অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমি থেকে মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা এর সাথে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।”

ইজারা বহির্ভূত বালি উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাংলার সমৃদ্ধি ছাড়ছেন নাবিক ও প্রকৌশলীরা
পরবর্তী নিবন্ধরেলের তেল চুরিসহ অনিয়মের সত্যতা পেয়েছে দুদক