বাঁশখালীর ছনুয়ার কুতুবদিয়া চ্যানেলের মনুমিয়াজী ঘাট এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এ সময় কোস্টগার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার ড্রেজারসহ বালু উত্তোলন কাজে নিয়োজিত ৭–৯ জন শ্রমিককে গণ্ডামারা খাটখালী ঘাটে নিয়ে যায় কোস্টগার্ডের টহল টিম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছনুয়ার মনুমিয়াজী ঘাট এলাকা থেকে দুটি ড্রেজার নিয়ে কুতুবদিয়া চ্যানেল থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ডের খাটখালী জোনের একটি টহল টিম ঘটনাস্থলে হাজির হয়। এ সময় বালু উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি সম্বলিত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ড্রেজার দুটি খাটখালী ঘাটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিনের নেতৃত্বে খাটখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার দুটি জব্দ করা হয়। এ সময় একটি ড্রেজারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একটি ড্রেজারের মালিকপক্ষ জরিমানা পরিশোধ করলেও তাৎক্ষণিক পরিশোধ না করায় অন্য ড্রেজারটি জব্দ করা হয়। ওই ড্রেজারের মাঝি মো. ইউসুফকে (৪৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইউসুফ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ মঙ্গলচর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে। কোস্টগার্ডের খাটখালী জোনের কোম্পানি কমান্ডার (সিসি) বলেন, এসিল্যান্ড এসে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। একটি বাল্কহেডের মালিকপক্ষ এসে জরিমানা দিয়ে নিয়ে গেছে। আরেকটি জরিমানা দিতে না পারায় জব্দ করা হয়েছে এবং মাঝিকে থানায় হস্তান্তর করা হয়েছে।