বাঁশখালীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাকিব নামে তিনজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন ও পুলিশের কর্মকর্তারা সাথে ছিলেন।
বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে সাঙ্গু নদী থেকে বালি উত্তোলনের দায়ে তিনজনকে হাতেনাতে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫) ও একই জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।
তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে বালু ভর্তি ড্রেজারটিও বোটসহ জব্দ করা হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেন জানান।