বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

কোস্টগার্ডের অভিযান

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাগর উপকূলে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও প্রায় ৬ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্টগার্ডের একটি দল খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল এবং ৬ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

আটকের পর বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. তৌসিব উদ্দিনের উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। পরে মালিকপক্ষের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণের মাধ্যমে বোটটি তাদের নিকট হস্তান্তর করা হয়। এদিকে উদ্ধারকৃত সামুদ্রিক মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং অবৈধ ট্রলিং জালগুলো বিনষ্ট করা হয়েছে।

আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ ট্রলিং কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ক্লাব সি কুইনের নারী স্বাবলম্বী প্রকল্প
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু