বাঁশখালীতে অপহৃত শিশু নরসিংদী থেকে উদ্ধার

অপহরণকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালী থেকে অপহরণের শিকার ১২ বছরের এক শিশুকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় অপহরণের মূল হোতা মো. সেলিমকে (২৮) গ্রেপ্তার করা হয়। নরসিংদীর মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং সেলিমকে গ্রেপ্তার করা হয়।

আটক সেলিম বাঁশখালীর ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের শিকার ১২ বছরের শিশু বাঁশখালী থানার ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার মাইমুনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

অপহরণকারী সেলিম শিশুটিকে স্কুলে যাওয়া আসার পথে অশ্লীল অঙ্গভঙ্গি করে ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানিসহ কুপ্রস্তাব দিতো। শিশুটি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুন সন্ধ্যায় তাকে অপহরণ করে সেলিম। আর শিশুটির পরিবারকে বিষয়টি গোপন রাখার জন্য অপহরণকারী শিশুকে হত্যার হুমকি দিতে থাকে। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পরবর্তীকালে গোয়েন্দা তথ্যে জানা যায়, অপহরণকারী নরসিংদীর মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামের মজনু মিয়ার বাসায় ভাড়াটিয়া ছদ্মবেশে আত্মগোপন করে আছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে অপহরণ মামলার প্রধান আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধফিরোজশাহ থেকে চোরাই স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৩