বাঁশখালীতে অটোরিকশা-ডাম্পারের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পিএবি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহমদ ছফা নামে ৬৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কালীপুর ছপিরের দোকান এলাকায় পিএবি প্রধান সড়কে অটোরিকশা ও ডাম্পারের সংঘর্ষে প্রাণহানির ঘটনাটি ঘটে। নিহত আহমদ ছফা উপজেলার সরল ইউনিয়নের জালিয়া ঘাটা ১ নম্বর ওয়ার্ড মলহর বাড়ির বাসিন্দা শরবত আলী ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কালীপুর ছপিরের দোকান এলাকার পিএবি মহাসড়কে একটি ডাম্পারের সাথে অপর একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন আহমদ ছফা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার গুনাগরীস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় এক কৃষক মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্র এসআই মনোয়ার হোসেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
পরবর্তী নিবন্ধমদ বিক্রি করার আগেই পুলিশের হাতে ধরা