বাঁশখালীতে অগ্নিদুর্গতদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউপির রাতারখোর্দ এলাকার হিন্দু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশেক এলাহী সোহেল, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক। তিনি সকল বিত্তশালীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সজল দাশের মেয়ে সীমা দাশ নামের বাঁশখালী কলেজে এইচএসসিতে পড়ুয়া এক শিক্ষার্থীর সার্টিফিকেটসহ ডকুমেন্টস আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কলেজ শিক্ষার্থী সীমা দাশের পুড়ে য়াওয়া সার্টিফিকেট ও ডকুমেন্টসের বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমমতার কার্যক্রম পরিদর্শনে এমআরএ এর ইভিসি অধ্যাপক
পরবর্তী নিবন্ধসোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার আহ্বান