বাঁশখালীতে অগ্নিকা‌ণ্ডে বসতঘর পুড়ে ছাই

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলে অগ্নিকা‌ণ্ডে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে গবাদি পশুসহ বসতঘরের সব মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

রোববার (৪ জানুয়ারি) রাত ৭টার দিকে সরল ইউপির ৬ নম্বর ওয়ার্ডের হাজী নুর হোসেনের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। অ‌গ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন, সরল ইউপির ৬ নম্বর ওয়ার্ডের কৃষক আবুল কাশেম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি আনুমানিক ৭ টার দিকে হাজী নুর হোসেনের নতুন বাড়ি এলাকার কৃষক আবুল কাশেমের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের শিখা মুহূর্তেই চতুর্দিকে ছড়িয়ে পড়ার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের কোনোকিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নম্বর সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার কৃষক আবুল কাশেমের বাড়ি থেকে বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়ি পড়ে।

এতে ধান, গবাদিপশুসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালকদের নতুন আতঙ্ক ‘স্পাইক’
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার জব্দ