বাঁশখালী সড়কে উল্টে গেল মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের মালামালবাহী লরিট

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িতে মালামাল নিয়ে যাওয়ার সময় লোহার ভারী যন্ত্রপাতি বোঝাই একটি লরিট্রাক উল্টে যায়। গতকাল ভোরে সাধনপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লরিট্রাকটি উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান এস. এম. জামান এন্টারপ্রাইজের মালিক জসীম উদ্দীন বলেন, সকালে দোকানের উপর লরি উল্টে পড়ার খবর পেয়ে দোকানে এসে দেখি আমার প্রতিষ্ঠানের অর্ধেক ভেঙে গেছে। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে।

সাধনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, সাহেবেরহাট এলাকায় অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ কারণে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১২ ঘণ্টার মধ্যে মূল হোতা দিলুসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধআলোচিত বাঁকখালী নদীর দখল উচ্ছেদে অভিযান শুরু