বাঁশখালীর প্রান্তিক জনগোষ্ঠী ও দুস্থ রোগীদের মাঝে বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঁশখালী পূর্ব বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জমান চৌধুরী। বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুবের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন চট্টগ্রাম আইএইচটির সহকারী অধ্যাপক ডা. মিনহাজুল হক এফসিপিএস।
এতে উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, গণশিক্ষা সম্পাদক রাসেল জনি, মালেকুজ্জামান রাজু, মিশকাত উদ্দিন, ডা. মনির উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল মোবারক, মোহাম্মদ হেলাল প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী সমিতি চট্টগ্রাম বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প আয়োজন করে মানবসেবা চালিয়ে যাচ্ছেন। আশা করি তাদের মাধ্যমে দুস্থ রোগী ও সুবিধাবঞ্চিত মানুষ আগামীতেও উপকৃত হবেন। প্রেস বিজ্ঞপ্তি।