বাঁশখালীর প্রধান সড়কে যানজট নিরসনে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলার কালীপুরের গুনাগরী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম।
তিনি জানান, অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় ৯টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে একটি মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকাসহ মোট ১০টি মামলায় ৮৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। প্রধান সড়কের গুনাগরী বাজারের সংকীর্ণ সড়কে অযথা যাত্রীবাহী বাস দাঁড়িয়ে না থাকা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামকে দায়িত্ব প্রদান করা হয়।
যাতে মাহে রমজানের এক মাস ট্রাফিকিংয়ে সাহায্য করার জন্য একজন সহায়তাকারী নিয়োগের ব্যবস্থা করেন।