বাঁশখালী বৌদ্ধ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শুক্রবার বিকালে শিলকুপ জ্ঞানোদয় বিহারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন বাঁশখালী শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি ও সমিতির উপদেষ্টা ধর্মপাল মহাস্থবির।
আলোচনায় অংশ নেন শিক্ষক সুব্রত বড়ুয়া, যতীন্দ্র বড়ুয়া, রাহুল কান্তি বড়ুয়া, শ্রীমন্ত বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, কুসুমবন্ধু বড়ুয়া, এস. দুকুল বড়ুয়া, বাসুদেব বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, অনু বড়ুয়া বাবু, উদিপ বড়ুয়া প্রমুখ।