প্রতি বছরের ন্যায় ৭ দিনব্যাপী বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে আগামীকাল। মেলার উদ্বোধন করবেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখবেন মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করবেন। সন্ধ্যায় দেশ বরেণ্য সাংস্কৃতিক শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।