বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সহ সভাপতি গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১২:১৩ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভা শ্রমিকলীগের সহ সভাপতি সদ্য অপসারিত সাবেক মেয়র তোফাইলের কিশোর গ্যাং গ্রুপের সদস্য একাধিক মামলার আসামি সন্ত্রাসী আনছারকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সিন্নিপুকুরপাড় সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনছার ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, বাঁশখালী আদালত হতে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর প্রেক্ষিতে রবিবার ভোর রাতে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতর করে।

মাত্র কয়েকদিন আগে শ্রমিক লীগের এই সন্ত্রাসী জামিনে এসে উপজেলা সদরসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বিচরণ করেন। ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘটিত করে প্রকাশ্যে আসার চেষ্টা করছিলেন আনছার।

বিষয়টি জানতে পেরে আদালতের ওয়ারেন্টর সূত্র ধরে অবশেষে পুলিশ তাকে অভিযানের মাধ্যমে গ্রেফতার করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম শ্রমিক লীগ নেতা সন্ত্রাসী আনছারকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে উৎসব লক্ষ্য করে ছোড়া বোমায় নিহত ৩, আহত ৪৮
পরবর্তী নিবন্ধজামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার ১৫ সদস্য কর্মপরিষদ গঠন