বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী এখন নিজেদের পছন্দের নেতার সাথে ঢাকায় অবস্থান করছে। নেতার সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দোয়া কামনা করছে। এদিকে গতকাল সোমবার রাতে এ নিউজ লেখা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১৪ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। আজ (মঙ্গলবার) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে এই সংখ্যা বাড়তেও পারে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যারা সংগ্রহ করেছেন তারা হলেন – বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান সিআইপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ড. জমির উদ্দিন সিকদার, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সুলতান উল কবির চৌধুরীর পুত্র বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মুজিবুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, কর আইনজীবী লায়ন শেখর দত্ত, আরিফ উল হক, মেজর (অব.) প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী শামস, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ রবি।