বাঁশখালী থানা পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে শারদীয় দুর্গা উৎসব ও পূজা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষে পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাদের সাথে বাঁশখালী থানা পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী থানা কম্পাউন্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার রামদাশমুন্সিরহাট পুলিশী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তপন কুমার বাগচি, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, পূজা উদযাপন পরিষদের বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ, উপজেলা জয়েন্ট সেক্রেটারী সাজু দাশ সাজু, উপজেলা সহ সভাপতি রাজিব গুহ, উপজেলা সহ সভাপতি স্বপন কুমার দাশ ও উপদেষ্টা শ্যামল কিশোর চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা অধীন চক্রবর্তী, সুবল দাশ, পুলিন শীল, পুকুরিয়া ইউনিয়ন সভাপতি সুবল দে, উপজেলা কমিটির কর্মকর্তা সুজন আচার্য্য, সাধনপুর ইউনিয়ন সভাপতি সুজন দাশ, চাম্বল ইউনিয়নের সভাপতি নিউটন দাশ, বৈলছড়ি ইউনিয়নের সভাপতি শেখর চৌধুরী, কাথরিয়া ইউনিয়নের সভাপতি জনি শীল, কালীপুর ইউনিয়নের সভাপতি প্রকৌশলী রণি সরকার, পুঁইছড়ি ইউনিয়নের সভাপতি রাম প্রসাদ দেব, শেখরখীল ইউনিয়ন সভাপতি প্রনব দেব, শীলকূপ ইউনিয়নের সভাপতি শিপন দাশ, বাঁশখালী পৌরসভার সভাপতি নির্মল রুদ্র। এসময় বাঁশখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারী আবদুল মতলব কালু, সাংবাদিক মোহাম্মদ এরশাদ, সাংবাদিক দিদার হোসাইনসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে নানা মতামত গ্রহণ ও নির্দেশনা দেয়া হয়।

এতে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর ও ঝাঁকজমকপুর্ণভাবে দূর্গা পূজা ও দূর্গা উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রতি বছরের ন্যায় এবারও আজানের সময় মাইক বন্ধ রাখা, মন্ডপ এলাকা মদক মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কোন ঘটনা ঘটলে আগে পূজা উদযাপন পরিষদ এবং থানা পুলিশকে জানানোর আহবান জানিয়ে বলা হয়, কোনকিছু ঘটলেই আগে কেউ ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না। কেউ পূজা মন্ডপ ও পূজা সংক্রান্ত বিষয়ে কেউ ফেসবুক পোস্ট কমেন্ট করে উত্তেজনা ছড়ালে তাকেই দায়িত্ব নিতে হবে।বাঁশখালীতে এবার ৮৭টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহা ৬০ মেগাওয়াট কেন্দ্রের যন্ত্রাংশ নিলামে বিক্রির সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধচবি ছাত্রলীগের ১৫ নেতাকর্মীসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা