বাঁশখালী ডিগ্রি কলেজে ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির স্বাগত মিছিল চলাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে স্বাগত মিছিলে হামলার ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়। এঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এক পক্ষের অভিযোগ- পদবঞ্চিতদের বিরুদ্ধে, অপরপক্ষের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রোববার সকালে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির স্বাগত মিছিলে ইট-পাটকেল ছোঁড়া শুরু হয়। এসময় পাহাড়ি এলাকাস্থ এ কলেজটির শিক্ষার্থীরা দিক বিদিক ছুটতে থাকে। দীর্ঘ সময় ধরে এটা চলমান থাকায় স্থানীয় জনগণ থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় কমপক্ষে ৮/১০ জন আহত হলেও তাদের মধ্যে শুধু ছাত্রদল নেতা বেলাল, নুরুদ্দিন ও মামুনের নাম পাওয়া যায়। আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় দুটি মোটর সাইকেলও ভাংচুর করা হয়।
এব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, ছাত্রদলের মিছিলে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ কিংবা মামলা করেনি।