বাঁশখালী ও রাঙ্গুনিয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন

বাঁশখালী ও রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিন ব্যাপী (৯-১০জানুয়ারি) বিজ্ঞান মেলা গতকাল রোববার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা নিলয় বিশ্বাস, আবু আহমদ তারিক, শওকতুজ্জামান প্রমুখ। বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় এতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন উদ্বোবনী স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। এদিকে, রাঙ্গুনিয়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিশুমেলা মডেল স্কুল প্রাঙ্গণে এই মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সী, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারি, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ২৪ টি স্টল তাঁদের প্রযুক্তি প্রদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান
পরবর্তী নিবন্ধইডিইউর ভর্তি পরীক্ষা সম্পন্ন