বাঁশখালী উপজেলায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৫:০৭ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন, ইসলামী ঐক্য জোটের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক সফকত হোসাইন চাটগামী ও মোঃ খালেকুজ্জামান।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের নিকট তারা স্ব স্ব মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় আবুল্লাহ কবির লিটনকে বাঁশখালীর প্রবেশমুখ তৈলারদীপ সেতু এলাকা থেকে শত শত মোটরবাইক নিয়ে শোভাযাত্রা ও হাজার হাজার নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিতে আসতে দেখা যায়।

অন্যদিকে ইসলামী ঐক্য জোটের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক সফকত হোসাইন চাটগামী ও মোঃ খালেকুজ্জামান তার অনুসারীদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে স্বতন্ত্রসহ ৫ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল