বাঁশখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নাশকতার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের ডাকা অবরোধ চলাকালে বাঁশখালীতে যানবাহন চলাচলে বাধা প্রদান ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু মুছা প্রকাশ মুছা মেম্বারকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত রোববার রাত সোয়া ৯টার দিকে বাঁশখালী পুকুরিয়া চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গত ২ নভেম্বর বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চলাকালে বাঁশখালী থানার সোনারটিলা এলাকায় রাস্তার উপর অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারবিরোধী স্লোগান দিয়ে লাঠিসোঠা, লোহার রড নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের মাঝে ভয়ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় মো. করিম নামে একজনসহ ৭ থেকে ৮ জনকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় করিম বাদী হয়ে বাঁশখালী থানায় ৩২ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫৫ থেকে ২১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলার পলাতক আসামি হিসেবে মুছাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১০০ গ্রাম মুরগির মাংসও কেনা যায়
পরবর্তী নিবন্ধইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট