বাঁশখালী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

| মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহত্তম জনপদ বাঁশখালী উপজেলা। চাম্বল এবং বড়ঘোনা ইউনিয়নকে বিভক্ত করেছে জলকদর খাল। আবার দুই ইউনিয়নকে সংযুক্ত করেছে বাংলা বাজার বেইলি ব্রীজ। এই চাম্বল বাজারের সড়কই গন্ডামারাবড়ঘোনা ইউনিয়নবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম। সেই সুযোগকে কাজে লাগিয়ে চাম্বল বাজারবড়ঘোনা সড়কে একটি সক্রিয় সিন্ডিকেট চক্র তৎপর। বর্তমানে দুই ইউনিয়নের সিএনজি ড্রাইভারদের দ্বন্দ্বের কারণে চাম্বলের গাড়ি বড়ঘোনা এবং বড়ঘোনার গাড়ি চাম্বল যেতে পারছে না। ফলে চাম্বল বাজার থেকে বাংলা বাজার ২০ টাকা এবং বাংলা বাজার থেকে সকাল বাজার ৩০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। বড়ঘোনা সকাল বাজারের পূর্বে রজনী বাগান, নতুন মার্কেট নামলেও একই ভাড়া নেওয়া হচ্ছে।

মাত্র ৭৮ কিলোমিটার রাস্তায় গণ্ডামারাবড়ঘোনার জনসাধারণকে ৪০/৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য পীড়াদায়ক। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। এমতাবস্থায় বাড়তি ভাড়া আদায়ে চাম্বলবড়ঘোনা সড়কপথে যাত্রী সাধারণের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই অনিয়ন্ত্রিত বাড়তি ভাড়া আদায়ের সিন্ডিকেট ভেঙে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিশ্চিত করতে হবে।

এস.এম.রাহমান জিকু

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধবীরেন্দ্র চট্টোপাধ্যায় : কবি
পরবর্তী নিবন্ধমধ্য বয়সের প্রেম ও রঙ বদলের ভালোবাসা