বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ও নুরীমন আক্তার নুরীর দায়িত্ব গ্রহণের প্রথম সভা গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে দায়িত্বগ্রহণ ও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী। পরে মাসিক উন্নয়ন সভা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: সব্যসাচী নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন কুমার নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুরের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, বৈলছড়ির চেয়ারম্যান মো: কপিল উদ্দিন, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়ার চেয়ারম্যান এম হারুনুর রশিদ, সাধনপুরের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল, খানখানাবাদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, পুইছড়ির চেয়ারম্যান মোঃ তারেকুর রহমান, কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন, পুকুরিয়ার চেয়ারম্যান মো: আসহাব উদ্দিন, শেখেরখীলের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী, বাহারছড়ার চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, গন্ডামারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওসমান গনিসহ মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।