বাঁশখালী ইকো-পার্ক সড়কের সংস্কার চাই!

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় উপজেলা বাঁশখালী। এই উপজেলার একটি অন্যতম পর্যটন এলাকা বাঁশখালী ইকোপার্ক। এটি চট্টগ্রাম শহর হতে প্রায় ৫০ কিমি দক্ষিণপশ্চিমে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন এ অবস্থিত। প্রধান সড়কের মনছুরিয়া বাজার হতে পূর্বদিকে কয়েক মিনিটের পথ পেরুতেই বাঁশখালী ইকোপার্ক। এখানে দেশের দূরদূরান্ত হতে ভ্রমণপ্রেমী পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে ছুটে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো মনছুরিয়া বাজার হতে পূর্বদিকের এই সড়কটির এতই বেহাল দশা হয়ে পড়ছে যে, রীতিমতো ভ্রমণপিয়াসু প্রকৃতিপ্রেমীরা খুবই অতিষ্ঠ এ সড়কের এমন অবস্থায়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ অভ্যন্তরীণ এই রাস্তার দ্রুত সংস্কার পূর্বক সমাধান করা হোক। অন্যথায় ইকোপার্কের মতো জনপ্রিয় একটি পর্যটন এলাকা পর্যটকশূন্য হয়ে পড়বে।

তৌহিদউল বার

বাঁশখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধওয়াহিদুল হক : জীবনবাদী সাংস্কৃতিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধমনে পড়ে