বাঁচানো গেল না সম্রাটের কামড়ে আহত স্ত্রী সিংহ নদীকে

চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ১২:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরুষ সিংহ সম্রাটের কামড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ পর্যন্ত মারা গেছে স্ত্রী সিংহ নদী। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে পার্কের বেস্টনীতে সিংহ নদী মারা যায়।

এ ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সঙ্গনিরোধকালে (সেক্সুয়াল মিট) পুরুষ সিংহ সম্রাট কামড় দেয় নদীকে।

এতে নদীর গলায় বড় চোট লাগে। এরপর থেকে নদীর গলার ক্ষতস্থান থেকে অনবরত পানি ঝরতে থাকে। এই অবস্থায় নদীর চিকিৎসায় দুটি মেডিক্যাল বোর্ড গঠনসহ বিশেষজ্ঞ একাধিক ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়া হলেও বাঁচানো যায়নি নদীকে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ‘সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পার্কের স্ত্রী সিংহ নদী শুক্রবার ভোর ছয়টার দিকে মারা যায় বেস্টনীতে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে নিখোঁজ জমজ দুই বোনের একজনকে মৃত উদ্ধার
পরবর্তী নিবন্ধকাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির সোনালী রঙের অজগর অবমুক্ত