বাঁচা-মরার লড়াই আজ

ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বিমানের উপর করে মিরপুরের উইকেট নিয়ে যাওয়া হচ্ছে ওমানে। তেমন একটি কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এমন কার্টুনের পাশে অনেকের মন্তব্য তাহলে বাংলাদেশ কি ঘরের মাঠে বাঘ আর বাইরে বিড়াল? যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গিয়ে তেমনটি প্রমাণ করছে টাইগাররা।
দুটি প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা এবং আয়ারল্যান্ডের কাছে হারের পর মূল মঞ্চে স্কটল্যান্ডের কাছে হারের ক্ষতটা যেন একটু বেশি জ্বালা দিচ্ছে বাংলাদেশকে। অথচ ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে খেলতে গেছে মাহমুদউল্লাহরা। আর সেখানে গিয়ে স্কটল্যান্ডের মতো দলের কাছে হারের লজ্জায় লাল হতে হয়েছে। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বটাও যেন কিছুটা দূরে সরে গেছে বাংলাদেশের। মসৃণ পথটা যেন ক্রমশ বন্ধুর হয়ে যাচ্ছে। আজ সে বন্ধুর পথে পাড়ি দিতে হবে টাইগারদের। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে যাওয়ার কঠিন মিশনে নামবে আজ টাইগাররা। প্রতিপক্ষ স্বাগতিক ওমান। যে দলটি কিনা প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে স্রেপ উড়িয়ে দিয়েছে। ক্রিকেটে আত্মবিশ্বাসটা যদি কাজে দেয় তাহলে বাংলাদেশের বেলায় সেটা একেবারে তলানিতে। আর ওমানের বেলায় আকাশচুম্বি। নিজেদের মাঠ, দর্শক, চেনা পরিবেশ, পরিচিত উইকেট, প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস সবকিছুই এখন বাংলাদেশের প্রতিপক্ষ। তারপরও পিট দেয়ালে ঠেকে যাওয়া থেকে বাংলাদেশ ফিরেছে বরাবরই সত্যিকারের বাঘের মত গর্জন করে। আবার শংকাও কাজ করে মরুভূমিতে পথ হারিয়ে ফেলবে না তো টাইগাররা। বিশ্বকাপের সুপার ১২ পর্বে যেতে হলে ওমানের বিপক্ষে শুধু জিতলে হবে না নির্ভর করছে অনেক কিছুর উপর। জিততে হবে শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষেও। সে সাথে বাড়িয়ে নিতে হবে রান রেটও। কারণ এরই মধ্যে একটি করে জয়ে ওমানের রান রেট সবচাইতে বেশি। তাদের রান রেট ৩.১৩৫। স্কটল্যান্ডের যেখানে ০.৩০০ সেখানে বাংলাদেশের-০.৩০০। কাজেই অনেক কিছুর উপর নির্ভর করবে বাংলাদেশের সুপার ১২ পর্বে যাওয়া। তবে সবার আগে জিততে হবে আজকের ম্যাচে।
ওমান অবশ্য বাংলাদেশের কাছে একেবারে অপরিচিত কোন প্রতিপক্ষ নয়। দুদল মাত্র একবারই মুখোমুখি হয়েছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে ম্যাচে টাইগাররা জিতেছিল ৫৪ রানে। তামিম ইকবালের সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১৮০ রান। বৃষ্টির কারণে ওমানের সামনে লক্ষ্য ছিল ১২ ওভারে ১২০ রান। ওমান ৯ উইকেটে ৬৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। সাকিব নিয়েছিলেন ৪ উইকেট। সে সুখ স্মৃতির সাথে কদিন আগে ওমান ‘এ’ দলকে হারানোর স্মৃতি মিলে গেলে জয় নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ তেমন প্রত্যাশা করাই যায়। তবে খেলাটির নাম টি-টোয়েন্টি বলে অনুমান করাটা কঠিন হয়ে পড়ে। যদিও বাংলাদেশ ফিরতে চায় আহত সিংহের মত। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ কিংবা লিটন, সৌম্য, আফিফরা যে ভুল গুলো করেছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেব ভুল শুধরে আজ নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। হয়তো পরিবর্তন আসতে পারে দলে। ফিরতে পারেন শেখ নাঈম। বাদ পড়তে পারেন সৌম্য সরকার। পরিবর্তন যাই হোক না কেন বাংলাদেশের লক্ষ্য আজ ম্যাচ জেতা। কারণ ওমানের বিপক্ষে ম্যাচটা যে একেবারেই বাঁচা-মরার।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা শুরুতে ভাল বল করলেও ডেথ ওভারে গিয়ে সে সাফল্য আর ধরে রাখতে পারেনি। না হয় ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি ১৪০ রানে যায় কিভাবে? একইভাবে সৌম্য, লিটন, সাকিব, মুশফিকরা পারেননি পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে। না হয় প্রথম ৬ ওভারে ২৫ রান যোগ করে কেমনে বাংলাদেশ। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এখন অতীত। বাংলাদেশের চোখ কেবল সামনে। আর সামনে যাওয়া ছাড়া যে আর কোন পথ খোলা নেই টাইগারদের। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধনগর পুলিশের ডিসিসহ পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি
পরবর্তী নিবন্ধসারা দেশে ৭১ মামলা আটক ৪৫০